শোকের মাসকে স্মরণীয় করে রাখতে  সৈয়দপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জিকরুল হক, উত্তরাঞ্চল প্রতিনিধি আগস্ট ২৫, ২০২১, ০৫:০১ পিএম
ছবি : আগামী নিউজ

নীলফামারীঃ জেলার সৈয়দপুরে শোকের মাসকে স্মরণীয় করে রাখতে বুধবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম। মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এ কর্মসুচির আয়োজন করে। এ দিন শহরের শহীদ স্মৃতি চত্তরে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রাবেয়া আলীম তার প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বের এই উষ্ণতায় পৃথিবীকে বাঁচাতে হলে এবং মানুষকে টিকে থাকতে যত দ্রুত সম্ভব ম্যানগ্রোভ সবুজায়ন করতে হবে। প্রতিটি মানুষকে প্রতি বছর কমপক্ষে ৫টি করে গাছ লাগানো প্রয়োজন। পৃথিবী যত দ্রুত বনায়ন হবে ততই মানুষের জন্য মঙ্গল।

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব সমাজের প্রিয় মুখ আ’লীগ নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, মৎস্যজীবী লীগ নীলফামারী জেলা শাখার সদস্যসচিব জুয়েল সরকার, সৈয়দপুর পৌর শাখার সভাপতি ঈসা মিঠু, সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।