নাটোর পৌরসভার কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি আগস্ট ২৫, ২০২১, ০২:৩২ পিএম
ছবিঃ আগামী নিউজ

নাটোরঃ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের উপরে একই পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল রহমান মাসুমের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ আগষ্ট)  সকাল ১১টার দিকে শহরের মাদ্রাসা মৌড় এলাকায় কাউন্সিলর নান্নু শেখের উদ্যোগে পৌরসভার ব্যানারে আয়োজিত মানববন্ধনে কয়েক'শ পৌর নাগরিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, কাউন্সিলর ফরহাদ হোসেন, নান্নু শেখ, কোহিনুর বেগম পান্না, কামরুন নাহার বেগম,  মহিমা খাতুন,  আর্জু শেখ ও রকোনুজ্জামান হীরক।

এ সময় বক্তারা বলেন, প্যানেল মেয়র আরিফুল রহমান মাসুম দীর্ঘদিন থেকেই চাঁদাবাজিসহ নানা অনিয়ম করে আসছে।  তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করাতেই মঙ্গলবার দুপুরে কাউন্সিলর নান্নু শেখের উপরে সন্ত্রাসী হামলা করে। 
বক্তারা  সরকার ও প্রশাসনের কাছে মাসুমের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়াও নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় পৌরসভার নিজস্ব স্থানে ভবন নির্মাণ করা হলেও অজ্ঞাত কারণে পৌরসভাকে স্থানান্তর করা হয়নি।
বক্তারা বলেন, অনতিবিলম্বে পৌরসভাকে স্থানান্তর করা না হলে পৌপরবাসীকে নিয়ে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।

এদিকে নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম দাবি করেছেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। তিনি কোন প্রকৌশলী বা কাউন্সিলরকে লাঞ্ছিত করেননি।  বরং তাকেই লাঞ্ছিত করা হয়েছে।