রায়গঞ্জে গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দোয়া মাহফিল

আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি আগস্ট ২১, ২০২১, ০৪:০৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ জেলার রায়গঞ্জে গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ।

সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী রেজাউল করিম তালুকদার, সাইদুল ইসলাম চাঁন, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার শরিফুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম তালেব, রায়গঞ্জ পৌর মেয়র মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন খান, ভিপি ফেরদৌস সরকার শামীম প্রমূখ।

এছাড়া আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।