কালীগঞ্জে ভীমরুলের কামড়ে কলেজ শিক্ষকের মৃত্যু

শেখ রনদ সিমান্ত, লালমনিরহাট প্রতিনিধি আগস্ট ৩, ২০২১, ০৬:১৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

লালমনিরহাটঃ জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে ভীমরুলের কামড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ৩রা আগষ্ট উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া সতিরপাড় গ্রামের মৃত প্রসন্ন মেম্বারের পুত্র সুভাষ চন্দ্র রায় (৪০) ভীমরুলের কামড়ে মৃত্যু বরণ করেন।

তিনি পেশায় শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন মঙ্গলবার বেলা ১১ টায় তারই বাড়ীর পিছনে সুপারির বাগানে গরুর ঘাস কাটতে থাকলে অগণিত ভীমরুল তাকে আক্রমণ করে সারা শরীরে হুল ফুটায়।

তার আত্নচিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তিনি অজ্ঞান হয়ে পরায় তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংসারিক জীবনে তিনি ২ সন্তানের জনক ছিলেন।বিপ্লব(১৬) ও তিত্য(১৩) নামে তার দু'টি পুত্র সন্তান রয়েছে

কলেজ শিক্ষকের এ অকাল মৃত্যুতে তার সহকর্মী, আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।