পীরগাছায় ১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১১

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি আগস্ট ৩, ২০২১, ০৪:১০ পিএম
ছবি : আগামী নিউজ

রংপুরঃ জেলার পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচরের ফরমান আলী (৬০), শাহ আলম (৩০) ও নেকমামুদ গ্রামের প্রদীপ কুমার (৫০), সদর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের লাকী আক্তার (৩০), কদমতলার শাহজাদি (৫০) ও অনন্তরামের আনিছুর রহমান (২৮),  অন্নদানগর ইউনিয়নের শ্রী সুবাস (৩৫) ও প্রতাপজয়সেনের জাহিদ হাসান (২৩), পারুল ইউনিয়নের মনুরছড়া গ্রামের মাহমুদুল (২১) ও সৈয়দপুরের আব্দুল করিম মিয়া (৮৫) এবং চৌধুরাণীর আবু তামিম (২৭)।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৪৪২ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১৫ জন । চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৯জন।