শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৭৫, মৃত্যু ১

মোঃ জামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি আগস্ট ১, ২০২১, ০৪:৫৫ পিএম
ফাইল ছবি

শরীয়তপুরঃ জেলায় গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে ৩৭৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে জেলার সদর উপজেলায় ৭৫ জন,জাজিরা উপজেলায় ৭৮ জন,নড়িয়া উপজেলায় ২৪ জন,ভেদরগঞ্জ উপজেলায় ৯৯ জন, ডামুড্যা উপজেলায় ৪৪ জন, গোসাইরহাট ৫৫ জন সহ মোট আক্রান্ত ২৪ ঘন্টায় ৩৭৫ জন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য প্রশাসন। 

রবিবার (১ আগস্ট ) জেলা স্বাস্থ্য প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এ দিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে  মারা যাওয়ার খবর পাওয়া গেছে ১ জনের, তবে সুস্থ হয়েছেন ৬৮ জন। এর মধ্যে সদরে ০০ জন,জাজিরা ০৫ জন,নড়িয়া ১৭ জন,ভেদরগঞ্জ ২৪ জন,ডামুড্যা ০২ জন, গোসাইরহাট ২০ জন।

এ ছাড়াও গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে ৫৯২ জনের। তবে এ পর্যন্ত মোট জেলায় নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে মোট ১৮৭৮৩ জনের। 

এতে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ফলাফল হাতে এসেছে ৭০৮ জনের। এ ছাড়াও এ পর্যন্ত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল মোট এসেছে ১৮১০৫ জনের।

গত ২৪ ঘন্টায় জেলায় মৃত্যু বরন করেছে ০১ জন। করোনার প্রথম থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ৫৪ জন।যার মধ্যে সদরে ৬ জন,জাজিরা ৫ জন, নড়িয়া ২৬ জন,ভেদরগঞ্জ ০৯ জন,ডামুড্যা ০৬ জন,এবং গোসাইরহাট ০২ জন সহ সর্বমোট মিলিয়ে ৫৪ জন।

সুস্থের বিষয়ে জানতে চাইলে জানা যায়,গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন, এ ছাড়াও জেলায় মোট সুস্থ এখন পর্যন্ত ৩১৭৪ জন। যার মধ্যে এ পর্যন্ত সদরে ১১৯৯ জন, জাজিরা ৩১৫ জন, নড়িয়া ৩৯৮ জন, ভেদরগঞ্জ ৫১৬ জন, ডামুড্যা ৩০০ জন, এবং গোসাইরহাট ৪৪৬ জন সহ মোট মিলিয়ে ৩১৭৪ জন।

এ ছাড়াও বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৬৬৮ জন।

বিষয় টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।