বালিয়াকান্দিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ধ্বংস

অনিক সিকদার জুলাই ২৭, ২০২১, ০৯:৩৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০৪ হাত চায়না দুয়ারী জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে নারুয়া বাজারের মন্ডল মার্কেটের ব্যবসায়ী আব্দুর মতিনের দোকানে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মতিনের দোকান থেকে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০৪ হাত চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ২ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল নারুয়া বাজারে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় বালিয়াকান্দি বাজারে দুটি মুদি দোকানদারকে ২হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) আব্দুল মান্নাফ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্রসহকারী রাউফুর মোরসালিন ও রাজবাড়ী পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।