গাজীপুরে বট গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ল দু’টি মন্দির

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি:  জুলাই ২৪, ২০২১, ০৯:৩২ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুর: গাজীপুরে পাঁচ’শ বছরের পুরানো বট গাছের ডাল ভেঙ্গে চাপা পড়েছে দু’টি মন্দির। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান কয়েক জন ব্যক্তি।

গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বিরলপাড়া এলাকায় শনিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় এ ঘটনায় ঘটে। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সবিনয় দাস বিষিয়টি নিশ্চিত করেছেন। 

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সবিনয় দাস জানান, ১৯৮২ সালে বিরলপাড়া এলাকায় শ্রী শ্রী লক্ষ্মী মাতার মন্দির ও নাট মন্দির স্থাপিত হয়। ওই মন্দিরের পাশে রয়েছে প্রায় ৫/৬শ’ বছরের পুরানো বিশাল আকৃতির একটি বট গাছ। সকাল ১০টার দিকে ওই বট গাছের সবচেয়ে বড় ডালটি হঠাৎ ভেঙ্গে ওই দুটি মন্দিরের উপর পড়ে। এতে মন্দির দুটির মধ্যে লক্ষ্মী মাতা মন্দির সম্পূর্ণ এবং নাট মন্দিরের আংশিক ভেঙ্গে গুঁড়িয়ে যায়।

এসময় মন্দিরে থাকা কয়েকটি মূর্তি (প্রতীমা) ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার সময় কয়েকজন ব্যক্তি মন্দিরে অবস্থান করছিলেন। তারা ডাল ভেঙ্গে পড়ার মড়মড় শব্দ শুনে দৌড়ে মন্দির থেকে বের হয়ে নিরাপদ স্থানে গিয়ে প্রাণে রক্ষা পান। রাত ৮টা পর্যন্ত মন্দিরের উপর থেকে ভেঙ্গে পড়া বট গাছের ডালটি অপসারণ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠাণের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।