ধামইরহাটে মানবসেবার উদ্যোগে এতিম শিশুদের মাঝে মাংস বিতরণ

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জুলাই ২৪, ২০২১, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত

নওগাঁঃ জেলার ধামইরহাটে সেচ্ছাসেবী সংগঠন "মানবসেবা"র উদ্যোগে ৫০ টি এতিম শিশু প্রত্যেককে ১ কেজি গোস্ত বিতরণ করা হয়েছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ এ উদ্যোগ গ্রহন করেন।
 
জানা গেছে, সেচ্ছাসেবী সংগঠন মানবসেবা প্রতি বছর কোরবানি ঈদে অসহায় এতিম শিশুদের খুজে খুজে বের করে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সংগঠনের পক্ষ থেকে নতুন জামা কাপড় ও সেমাই চিনি দিয়ে আসছে। এবারও কোরবানির ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই উপজেলা বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এতিম শিশুদের খুজে বের করে সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ৫০টি এতিম শিশুকে এক কেজি করে গোস্ত পৌঁছে দেন।
 
এব্যাপারে রাসেল মাহমুদ জানান, সংগঠনের পক্ষ থেকে আমরা বছরের দু'টি ঈদেই এতিম শিশুদের খাবার ও নতুন জামা কাপড় বিতরণ করে থাকি এবং ১৪ ই ফেব্রুয়ারী ভালবাসা দিবসে ছিন্নমূল মানুষদের এক বেলা উন্নত মানের খাবার পরিবেশন করি এ উদ্যোগ চলমান থাকবে।
 
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়।