নবাবগঞ্জে করোনায় অন্তঃসত্বা নারীর মৃত্যু

শামীম হোসেন সামন , নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :   জুলাই ২৩, ২০২১, ১১:৩৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ জেলার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তৃপ্তি বাড়ৈ (২৩) নামে ৬ মাসের অন্তঃসত্বা এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টায় ঢাকার রিলেশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তৃপ্তি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লার নীল কমল বাড়ৈর মেয়ে ও হরি বেপারীর স্ত্রী ছিলেন।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। ওই নারী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন বলেও জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলা সৎকার কমিটির প্রধান সমন্বয়ক অনুপম দত্ত নিপুু বলেন, তৃপ্তি বাড়ৈ করোনায় আক্রান্ত হয়ে হয়ে বৃহস্পতিবার রাজধানীর রিলেশন জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঐ দিন রাত ১০টায় মারা যান তিনি।

নিপু মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন ওই নারী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। শুক্রবার সকালে মৃতের মরদেহ শোল্লা শ্বশানে সৎকার সম্পন্ন করা হয় বলে জানান তিনি।