ভেড়ামারায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি জুলাই ২০, ২০২১, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়াঃ জেলার ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে সকালে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়।
 
ঘটনাস্থলেই একজন ট্রাক ড্রাইভার নিহত হন। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।