পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সামগ্রী প্রদান 

সৈকত শতদল, পাংশা( রাজবাড়ী) প্রতিনিধি জুলাই ১৭, ২০২১, ০৩:৩৪ পিএম
ছবি : আগামী নিউজ

রাজবাড়ীঃ করোনা ভাইরাস প্রতিরোধ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসা সেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য  সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। 

শনিবার সকালে রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওযামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামীলীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের ব্যক্তি উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার , পিপিই, গ্রাউন, সেফটি গগজ,মাস্ক, এন নাইটি ৫ মাস্ক, ঔষধ সামগ্রী ও এমবুলেন্স সার্বিস প্রদান করা হয়েছে। উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে ডাঃ তরুন কুমার পাল উক্ত সুরক্ষা সামগ্রী গ্রহন করেন।
  
এসময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন , সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা সহ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।    

এসময় হাসপাতালে কর্ত্যব্যরত চিকিৎসকগন, সেবিকা বৃন্দ, স্যানেটারী ইনিসপেক্টর , ষ্টোর কিপার উপস্থিত ছিলেন।