ঝালকাঠি পৌরসভার মেয়র  কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি ॥  জুলাই ১৫, ২০২১, ০৯:১৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঝালকাঠিঃ ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র কাউন্সিলরদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক ।

যারা শপথ গ্রহণ করেছেন তাঁরা হলেন, মেয়র পদে আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর ১নং ওয়ার্ডে  রেজাউল করিম জাকির, ২নং ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ, ৩নং ওয়ার্ডে শাহ মুহম্মদ আল আমিন, ৪নং ওয়ার্ডে  মো. কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে তরুন কর্মকার, ৬নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস হাওলাদার , ৭নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর খান, ৮ নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান হাবিল, ৯নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবির সাগর, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর ১নং ওয়ার্ডে তাসলিমা বেগম, ২নং ওয়ার্ডে মালা বেগম ও ৩নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আককাস সিকদার, সাবেক সভাপতি মুহ. আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ।