করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভার্চুয়াল মিটিংয়ে কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জুলাই ১১, ২০২১, ০৮:২৭ পিএম
ছবিঃ সংগ্রহিত

কুষ্টিয়াঃ করোনা মোকাবিলায় রবিবার দুপরে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া র্্যাব-১২ সিও, কুষ্টিয়া বিজিবির লেঃ কর্নেল ফরহাদ, কুষ্টিয়া এন এস আই। কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান তিতাস প্রমূখ। 

এ সময় ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, দেশে করোনাকালীন যে সংকট চলছে তা আমাদের সম্মিলিত ভাবে মোকাবিলা করতে হবে।

এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি উত্তোলনের জন্য সম্মিলিতভাবে  চেষ্টা করলে অবশ্যই আমরা করোনাকে মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ।