হরিরামপুরে ৪৮ ঘন্টায় হত্যা মামলার চার্জশীট

অপু সাহা, হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি জুলাই ৭, ২০২১, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জঃ জেলার হরিরামপুরে হত্যা মামলায় ৪৮ ঘন্টার মধ্যে চার্জশীট প্রদান করেছে হরিরামপুর থানা পুলিশ।
 
মঙ্গলবার সন্ধায় হরিরামপুর থানা পুলিশ এই চার্জশীট প্রদান করে। উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় পিটিয়ে গৃহবধু হত্যার ঘটনায় খুনীকে ওই দিনই আটক করে থানা পুলিশ।  ৪৮ ঘন্টার মধ্যে  চার্জশীট প্রদান করা হলো। হরিরামপুর থানা পুলিশ জানিয়েছে, হরিরামপুরের মধ্যে কোন হত্যাকান্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশীট।
 
পুলিশ জানায়, পূর্ব ক্ষোভের বশবর্তী হয়ে পরিকল্পিত ভাবে গত ৪ জুলাই সকাল ৬ টার দিকে হরিরামপুর থানাধীন বাল্লা ইউনিয়নের সরফদিনগর সাকিনস্থ সরফদিনগর চকে আসামী মোঃ রফিক মিয়া এর মরিচ ক্ষেতের পূর্ব পাশের আইলের উপর একা পেয়ে বাঁশের লাঠি দ্বারা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম নাজমা বেগম এর ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে আসামী মোঃ রফিক মিয়া দৌড়ে পালিয়ে যায়। ভিকটিম এর ছেলে ও স্বামী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাজমা বেগম এর মাথা ও কান দিয়ে রক্ত পড়া সহ গুরুতর অবস্থা দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
 
হাসপাতালে ভিকটিম নাজমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মৃত বরণ করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃতা নাজমা বেগম এর ছেলে মোঃ জনি মিয়া (১৯), হরিরামপুর থানায় এসে উক্ত হত্যার ঘটনা সম্পর্কে  এজাহার দায়ের করেন। উক্ত এজাহারে প্রেক্ষিতে হরিরামপুর থানায় ওই দিনই মামলা রুজু হয়। 
 
মামলা নং-০১, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়। হরিরামপুর থানা পুলিশ সংবাদ প্রাপ্তির ৩ ঘন্টার মধ্যে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম সঙ্গীয় ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, এসআই (নিঃ) মোঃ আরিফ উল্লাহ, এসআই (নিঃ) মোঃ জালাল হোসেন, এসআই (নিঃ) মোঃ রোস্তম আলী, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, সর্ব হরিরামপুর থানা, মানিকগঞ্জ এর সহযোগীতায় মৃতা নাজমা বেগম এর হত্যাকারী আসামী মোঃ রফিক মিয়া (৪২) কে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও সোর্সিংয়ের মাধ্যমে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে আসামী  বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেট এর নিকট ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার বিধান মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
 
সদর হাসপাতাল মানিকগঞ্জ হতে মৃতা নাজমা বেগমের ময়না তদন্ত প্রতিবেদন সংগ্রহ করেন। হরিরামপুর থানা পুলিশ অত্র মামলা রুজু হওয়ার পর মামলাটির তদন্তের সকল কার্যক্রম সম্পূর্ণ করিয়া ৪৮ ঘন্টার মধ্যে  হত্যাকারীর অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সময়ের ভিতর  বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন
 
হরিরামপুর  থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম মোবাইলে  জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই ঘাতক রফিককে একমাত্র আসামী করে পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে চার্জশীট প্রদান করেছে।