লকডাউনের দ্বিতীয় দিনে নড়াইলে ৭৫১৫০ টাকা জরিমানা আদায়

নড়াইল জেলা প্রতিনিধিঃ জুন ২২, ২০২১, ০৯:০৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

নড়াইলঃ জেলায় করোনা ভাইরাস দ্বিতীয় দফার লকডাউনের আজ দ্বিতীয় দিনে ৪২ জন করোনায় আক্রান্তর পাশাপাশি মৃত্যুবরণ করেছেন আরো তিনজন। 

এ দিকে লকডাউন প্রতিপালনে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

লকডাউনের ৮টি নির্দেশনা অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাস্ক বিতরন অব্যাহত রয়েছে বলে জানান নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

মঙ্গলবার  জেলায় লকডাউন অমান্যকারী ৪৭টি মামলায় ৫৩জন ব্যক্তিকে ২৫১৫০টাকা জরিমানার পাশাপাশি ১১বক্স মাস্ক বিতরন করেছে জেলা প্রশাসন।

এছাড়া কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের শীতলাবাটি গ্রামের মো আঃ কাবেজ শেখের ছেলে আনোয়ার সাদ্তব শেখকে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইন ২০০৬ এর ৪(১) ও ২৮(২) ধারায় ৫০হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি নুডস ও একটি ট্রান্সমিটার জব্দ করে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।