হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি তদন্ত চম্পক ধাম

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জুন ৬, ২০২১, ০৯:১২ পিএম
ছবি: আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  চম্পক দাম জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) মনোনীত হয়েছেন। 

রবিবার ( ৬ জুন)  দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জ জেলা পুলিশের এসপি  মোহাম্মদ উল্ল্যাহ্ (বিপিএম পিপিএম)।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয়। এছাড়াও চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও  এএসআই মাহমুদ হাসান শ্রেষ্ট হয়েছেন। 

এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ্ (বিপিএম পিপিএম)।