গোপালগঞ্জে তিন ইউনিয়ন লকডাউন ঘোষণা

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি মে ২৮, ২০২১, ০৬:২৪ পিএম

গোপালগঞ্জ:অধিকহারে করোনা রোগী শনাক্ত হাওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়,বোলতলী ও সাহাপুর ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে।শুক্রবার(২৮মে)সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে।

সদর উপজেলার বোলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে কয়েকদিন আগে একটিপরিবারের ৩ জন করোনা আক্রান্ত হন। এছাড়া এ কজনমৃত্যুবরণকরলে স্বাস্থ্য ভাগের পক্ষ থেকে মৃতের সংস্পর্শে আসা ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এদের মধ্যে ২৩ পজিটিভ রোগী পাওয়া যায়। এরপর প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহ ণকরেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানায়, ওই ইউনিয়ন দুটিতে নতুন ক‌রে আরো ৮৭ নের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তার মধ্যে আরো ২১ জনের করোনা সনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। তেলিভিটা গ্রামে সনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন। 

এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ৩ হাজার ৭৯০ জনআক্রান্ত হয়েছেন। শুধু মে মাসে আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় মারা গেছে ৩৭ জন।


জেলা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাক্তার মোঃ সাকিবুর রহমান জানান, গত মার্চ মাসে আক্রান্তের হার ৪.৫% ছিল। এপ্রিল মাসে তা লাফিয়ে ১৪.৫% এ দাড়িয়েছে। 

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল রহমান জানান,লকডাউন চলাকালে ইউনিয়ন ৩ টির হাট-বাজার দোকানপাট বন্ধ থাকবে।গণপরিবহন চলাচল সীমিত রাখা হবে।অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ ও সরকারি অনুদান প্রদান করা হবে।