বেগমগঞ্জে মাইক্রোবাস খালে, আহত ১৪

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি মে ২০, ২০২১, ০৩:২৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার বেগমগঞ্জে উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে খালে পড়ে  ১৪ জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) ভোররাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার—পেনাকাটা সড়কের বাংলাবাজারের পশ্চিমে  পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮জন  নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

পুলিশের ভাষ্যমতে, একটি মাইক্রোবাস খুলনা থেকে চট্রগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

জিরতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান শিকদার জানান, পুলিশ ঘটনাস্থল তেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।