কোয়ারেন্টাইন শেষে বাড়িতে গেল ৮৬ জন ভারত ফেরত যাত্রী

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি মে ১৮, ২০২১, ০২:৫৪ পিএম
ছবিঃ আগামী নিউজ
ঝিনাইদহঃ ভারত ফেরত ৮৬ জনের ১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
 
মঙ্গলবার সকালে শহরের পিটিআই কোয়ারেন্টাইন হোস্টেল প্রাঙ্গন থেকে তারা বাড়ি ফিরল। এসময় তাদের পার্সপোর্ট ও করোনার নেগেটিভ ফলাফল হাতে তুলে দেওয়া হয়। তাদর বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।
 
জেলা প্রশাসক মজিবর রহমান আগামী নিউজকে জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন জেলা প্রশাসনের তত্বাবধানে তারা কোয়ারেন্টাইনে ছিল। সোমবার বিকলে তাদের  করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদর বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।
 
জেলা প্রশাসক আরও জানান, গত সোমবার ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৪ জনের করোনা পজেটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।