সড়ক দুর্ঘটনায় বগুড়ায় আইনজীবির মৃত্যু

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মে ১৬, ২০২১, ০৮:৪৭ পিএম
ফাইল ছবি

বগুড়া: ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বগুড়ার তরুণ আইনজীবি মুশফিকুর রহমান মিশুক (৩০) মারা গেছেন।

রবিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুশফিকুর রহমান মিশুক বগুড়া শহরের ঠনঠনয়িা দক্ষিণ পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে এবং বগুড়া জজকোর্টের আইনজীবি ছিলেন।

বগুড়া মেডিক্যাল পুলিশ ফাঁড়ির টিএসআই লালন জানান, শুক্রবার (১৪মে) রাত ৮টার দিকে শহরের কলোনী এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে মিশুক আহত হন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।