খোকসায় স্বাস্থ্যবিধি না মানায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি মে ৬, ২০২১, ১১:১৬ এএম
ছবি সংগৃহীত
কুষ্টিয়াঃ মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেওয়ের লকডাউনে   বুধবার  (৫ মে) সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলার অপরাধে ৯ দোকানদার কে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
বুধবার (৫ মে) রাতে উপজেলা পৌরবাজারে অভিযানে মসরকারি নির্দেশনা না মেনে গভীর রাত পর্যন্ত বিপনীবিতান ও দোকান খুলে ব্যাবসা পরিচালনা করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন,২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসহাক আলী এ দণ্ড প্রদান করেন।
 
 এসময় থানা পুলিশের একটি টহল দল ও ভ্রাম্যমাণ আদালতের পেশকার নাজির সহ অন্যান্য অফিস সহকারীগণ উপস্থিত ছিলেন।
 
আগামীনিউজ/এএস