ঠাকুরগাঁওয়ে দুই মাদকসেবীর কারাদন্ড

শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মে ৫, ২০২১, ০৭:৪৮ পিএম
ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ মাদক সেবনের অভিযোগে দুই যুবককে বুধবার (৫ মে) কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরাগাঁও পৌরসভার গোবিন্দনগর লিচু বাগনে সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।  

এ সময় বাংলা মদ সেবনের সময় হাতে নাতে ধরা পড়েন ঠাকুরাগাঁও পৌরসভার মুন্সিপাড়া নিবাসী ১। মোঃ রাহাত(২০) পিতা মোঃ কালাম ২। মন্দিরপাড়া নিবাসী খন্দকার বাপ্পী(২০) পিতা খন্দকার মঞ্জুর আলম। 

তারা সেখানে প্রায় মাদক সেবন করে,তারা আজ বাংলা মদ সেবনকালে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, তাদের হাতে নাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আগামীনিউজ/নাহিদ