ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বিন এক্সপার্ট মেশিন স্থাপন

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি মে ৫, ২০২১, ০৫:৪১ পিএম
ছবি সংগৃহীত
নওগাঁঃ জেলার ধামইরহাটে মানসম্মত চিকিৎসা সেবার নিশ্চিতের কল্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে জ্বিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় করোনা রোগী নির্ণয়ে ধামইরহাট হাসপাতালে উদ্বোধন হলো ডিজিটাল এক্সরে মেশিন।

বুধবার ৫ মে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করেন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানা অফিসার ইনচার্জ আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম আবু জার গিফারী, মেডিকেল অফিসার ডা. সামিউল হক প্রমুখ উপস্থিত  ছিলেন।

আগামীনিউজ/এএস