বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারিয়াকান্দিতে দোয়া মাহফিল 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি এপ্রিল ২২, ২০২১, ০৩:০৬ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার সারিয়াকান্দিতে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দদের আশু-রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম,দোয়া মাহফিল ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বাদ আছর সারিয়াকান্দী উপজেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম নিশানের উদ্যোগে সারিয়াকান্দী উপশহর জামিয়া সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সারিয়াকান্দী উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সফল সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দিপন প্রাং,সাবেক বিএনপি মনোনীত পৌর মেয়র মরহুম টিপু সুলতানের ছেলে সাব্বির আহমেদ চম্পক,উপজেলা ছাত্রদল নেতা নজরুল
ইসলাম নিশান, শফিকুল ইসলাম শফিক,জিহাদুল ইসলাম ঝন্টু,মাহমুদ হাসান পাভেল,বিজয় রহমান স্বাধীন,আবু বক্কর সিদ্দিক জাফর,আব্দুল্লাহ,পৌর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম রিপন,মেহেদী হাসান,মাফিউল ইসলাম জিহাদ,মাসুম,হিটলার,রাকিব,কালাম প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে উপন্থিত ছিলেন।

আগামীনিউজ/নাহিদ