জয়পুরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজু আহম্মেদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২১, ০৩:২৭ পিএম
ছবি: আগামী নিউজ

জয়পুরহাট: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ ছালামত আলী, সাধারণ সম্পাদক এ্যাডাঃ মোজাহিদুল ইসলাম রাজু, ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান, সাবেক বারের সভাপতি এ্যাডঃ আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার, ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নাজমুল ইসলাম জনি, বারের সহ সভাপতি এ্যাডঃ আইয়ুব আলী, যুগ্ম  সম্পাদক এ্যাডঃ আলমগীর কবির, সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাডঃ তৈয়ব আলী মন্ডল, ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডঃ হারুনুর রশিদ হারুন, বারের অর্থ সম্পাদক এ্যাডঃ আবু সুফিয়ান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করা হয়। 

আগামীনিউজ/মালেক