ঝিনাইদহে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু  

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি এপ্রিল ১২, ২০২১, ০৬:২৪ পিএম
ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: একদিন যেতে না যেতেই করোনায় লিলি বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পৌর এলাকার পবহাটী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। 

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট সুত্রে জানা গেছে, গত ৩০ মার্চ লিলি বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত পহেলা এপ্রিল তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারদের তত্বাবধানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন লিলি বেগম। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। 

এ দিকে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এই নিয়ে ঝিনাইদহে মা মেয়েসহ ৭ জনের মৃত্যু হলো। এর আগে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের যদুড়িয়া গ্রামের রিনা বেগম, হামিরহাটী চাঁদপুরের আনসার আলী মন্ডল, কালীগঞ্জের আইনজীবী আশরাফুজ্জামান, কালীগঞ্জের বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী রহিমা খাতুন ও তার মেয়ে সালমা আক্তার মুন্নি এবং শৈলকুপার ফুলহরি গ্রামের দরবার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। 

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান আগামী নিউজকে  জানান, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ তাওহিদুলের নেতৃত্বে লিলি বেগমের লাশ সোমবার দুপুর দুইটার দিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তিনি বলেন, করোনা শুরুর পর থেকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ৭১ জনের লাশ দাফন করেছে। 

উল্লেখ্য, ঝিনাইদহে প্রতিদিন করোনায় আক্রান্ত হওয়ার মাঝেই শহরের মার্কেট ও বিপনীবিতান গুলোতে প্রচন্ড ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সোমবার সকাল থেকে দেখা গেছে গ্রাম থেকে আসা মানুষ ধুমছে কেনাকাটা করছে। প্রশাসনের কোন বিধি নিষেধ মানুষ মানছে না। করোনা শুরু হওয়ার পর থেকে প্রায় অর্ধশত মানুষ এ রোগে মারা গেছে। অন্যদিকে, ঝিনাইদহে নতুন করে সোমবার ৭ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত’র সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪১১ জন

আগামীনিউজ/নাহিদ