বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ৩৭ জন

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি এপ্রিল ১২, ২০২১, ০৫:৩৮ পিএম

বগুড়া: জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে ৩৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১০ হাজার ৯৪৩ জন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৮ জনে, যা রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।

তিনি আরো জানান, শনিবার বগুড়ার দুটি পিসিআর ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে পজেটিভ ধরা পড়েছে। আক্রান্তের হার ১৬.৫৯ শতাংশ। নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে বগুড়ার সদরের ৩৩ জন, আদমদিঘী উপজেলার ২ জন, শেরপুর উপজেলার ১জন, ও শাজাহানপুর উপজেলার ১জন রয়েছেন।

এছাড়া বগুড়া জেলায় ২৪ ঘন্টায় ২০ জন সুস্থ হওয়ায় সর্বমোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৪৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭২৯ জন।

আগামীনিউজ/নাহিদ