চুনারুঘাটে চিকিৎসা না পেয়ে চা শ্রমিকের মৃত্যু

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি এপ্রিল ১২, ২০২১, ০৫:০৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাট চাঁন্দপুর চা বাগানে চিকিৎসা অবহেলায় এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুজন তাঁতী (২৫) ওই বাগানের  কুশ তাঁতীর ছেলে। এ ঘটনায় সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বাগানের চা শ্রমিকরা জড়ো হয়ে ২ দিনের জন্য চলমান আন্দোলনের ডাক দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

জানা যায়, গতকাল রবিবার বিকালে পেট ব্যাথা নিয়ে সুজন তাঁতী  চাঁন্দপুর চা বাগান হাসপাতালে ভর্তি হয়। সেখানে সুজন তাঁতীকে প্যারাসিটামল ছাড়া তাকে আর কোন চিকিৎসা দেওয়া হয়নি। যথাযথ চিকিৎসা না পেয়ে সুজন তাঁতীর মৃত্যু বরণ করেন বলে দাবী করছেন সুজন তাঁতীর পরিবারের লোকজন। পরে চাঁন্দপুর চা বাগান হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে বাগানের চা শ্রমিকরা আন্দোলনের ডাক দেন।

তখন চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত চা শ্রমিকদের পরিস্থিতি শান্ত করেন এবং বিচারের আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন মুরাদ, চাঁন্দপুর চা বাগানের ম্যানেজার-শামীম আহমেদ, আমু চা বাগানের ম্যানেজার-রেজাউল করীম, নালুয়া চা বাগানের ম্যানেজার-ইফতেখার এনাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা-রুমন ফরাজি, চা শ্রমিক নেতা-স্বপন সাওতাল, নিপেন পাল, কাঞ্চন পাত্র, যুবরাজ ঝরা,  খাইরুন আক্তার, সন্ধ্যা ভৌমিক প্রমুখ।

আগামীনিউজ/এএস