বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি এপ্রিল ১০, ২০২১, ০১:৫৭ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে সাইফুল ইসলাম (২৮) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৯এপ্রিল) রাত ৯টার দিকে মহাসড়কের বেতগাড়ী বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক সাইফুল ইসলাম শাজাহানপুর উপজেলা সুজাবাদ দহপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক চালক সাইফুল ইসলাম খালি ট্রাক নিয়ে মহাড়কের দক্ষিণ দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে মালবাহী একটি ট্রাকের সাথে শুক্রবার রাত ৯টার দিকে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক চালক সাইফুল মারা যান। এ সময় মালবাহী ট্রাকের থাকা ৪জন আহত হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। নিহতের লাশ তার পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক