বরিশালে কিশোরী ধর্ষণ, গ্রামপুলিশ গ্রেফতার

বরিশাল প্রতিনিধি এপ্রিল ৭, ২০২১, ১০:৩৯ এএম

বরিশালঃ অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গ্রামপুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ঐ গ্রাম পুলিশ আবুল কালাম আজাদ বাকেরগঞ্জ উপজেলার বান্ডারকাঠী গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে।

অভিযুক্ত ব্যাক্তি গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামপুলিশ পদে কর্মরত আছেন।

এর আগে অভিযোগকারী ওই কিশোরীর মা সোমবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অর্থ সাহায্যের কথা বলে গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিষয়টি ওই কিশোরী তার মাকে জানালে সোমবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন নির্যাতিত কিশোরীর মা।

এ ঘটনায় মঙ্গলবার সকালে আবুল কালামকে বিচারের দাবিতে গারুড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন আগামী নিউজকে জানান, এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/জনী