মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

এপ্রিল ৬, ২০২১, ০৩:৪৯ পিএম
ছবি: আগামী নিউজ

সুনামগঞ্জ: হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষ নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায়  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন (ফয়েজ মারজান) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে 'শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত' থাকায় ফয়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়

ফয়েজ উদ্দিন ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বাসিন্দা।

জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট থেকে হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ আটকের পর ছাত্রলীগ নেতা ফয়েজ উদ্দিন তার ফেসবুক আইডি থেকে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে স্ট্যাটাস দেন।

এতে তিনি হেফাজত নেতা মামুনুল হককে কেন ছাত্রলীগ সম্মান দিতে জানে না এমন প্রশ্ন তোলেন। এছাড়া ছাত্রলীগের কর্মীদের লোক দেখানো রাজনীতি বন্ধ করার জন্যও আহ্বান জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন আগামীনিউজকে জানান,  ফয়েজ উদ্দিন ২০১৮ সালে ছাত্রলীগের কমিটিতে স্থান পেলেও তাকে সাংগঠনিক কোন কার্যক্রমে দেখা যায়নি।

ইদানিং তার ফেসবুকে এসব উগ্রপন্থি এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী স্ট্যাটাস দেখে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে তাকে বহিষ্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে তাকে তার পদ থেকে এবং ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আগামীনিউজ/মালেক