কিশোরগঞ্জে হেফাজতের হামলা ভাংচুর, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২১, ০৩:০৫ পিএম
সংগৃহীত

কিশোরগঞ্জ: নারায়ণগঞ্জে এক রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তার ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে হেফাজত কর্মীরা।

শনিবার (৩ এপ্রিল) রাত পৌনে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় এ বিক্ষোভ হয়েছে।

এ ঘটনায় রবিবার (৪ এপ্রিল) কুলিয়ারচর থানায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তার মধ্য এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেজবাহ (৩২), আবাবিল (৩১), সুমন (২৬), শামীম (২২) ও শরীফ (২৫)।

জানা যায়, মিছিল থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো, ত্রৈলোক্য নাথ মহারাজ স্মৃতি লাইব্রেরিসহ বহু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হেফাজতকর্মীদের সঙ্গে দফায় দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, ভাংচুরের সময় সাত পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করা হবে।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী জানান, হামলাকারীরা উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের বাংলো ভাংচুর করেছে।

আগামীনিউজ/মালেক