নবাবগঞ্জে ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মার্চ ২৮, ২০২১, ১২:২৯ পিএম
ছবিঃ আগামী নিউজ
ঢাকাঃ জেলার নবাবগঞ্জ উপজেলায় মরহুম সিরাজ উদ্দিন স্মৃতি সিক্স এ সাইড ডে নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সন্ধ্যায় এইচ.এন.জি সবুজ সংঘের আয়োজনে শিকারীপাড়া ইউনিয়নের গরিবপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
 
এইচ.এন.জি সবুজ সংঘের সভাপতি বাদল মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমোর খান পিয়ারা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের শুরুতে আসন গ্রহণের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল ও রানার্স আপ দলকে ফ্রিজ দেওয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুজন বাবু, সেলিম খাঁন, জয়কৃষ্ণপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, বারুয়াখালী বাজার বণিক সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম প্রমুখ।
 
আগামীনিউজ/এএস