নবাবগঞ্জে গণহত্যা দিবসের‌ র‌্যালি ও আলোচনা সভা

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মার্চ ২৫, ২০২১, ০৫:০৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ জেলার নবাবগঞ্জ উপজেলায় ভয়াল ২৫ মার্চ ও গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা, র‌্যালি, দোয়া মাহফিল ও বিভিন্ন ধরণের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার সভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন ঘুমন্ত মানুষকে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে মেরেছে। পিতা-মাতার সামনে সন্তান এবং সন্তানের সামনে পিতা-মাতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে  এসময় আরও উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. শাফিল উদ্দিন মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।

আগামীনিউজ/এএস