নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মার্চ ১৭, ২০২১, ০৪:৪১ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

পরে রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুর আলম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবীর, সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, অভিভাবক সদস্য রওশন আলী সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এএস