বগুড়ায় সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মার্চ ১৩, ২০২১, ০৬:৫৮ এএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার শেরপুরে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নিহত এবং চালকসহ ৪জন আহত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) দুপুরে শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুবলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে শেরপুর ধুনট মোড়ে আসছিল। এসময় শুবলী এলাকায় পৌছাঁলে সিএনজি অটোরিক্সার চাকা ফেটে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই লাল চাঁন মিয়া (৫৫) মারা যান।

নিহত লাল চাঁন শেরপুর উপজেলাল খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাছিহাড়া গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী বিলকিছ বেগম (৩৯), তার মেয়ে মরিয়ম খাতুন (১৬), সিএনজি চালক সজিব হোসেন (৩০) ও আব্দুল হান্নান (২৮)।

শেরপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় নিহতের লাশ তার স্বজনেরা নিয়ে গেছে। আহতদের মধ্যে দুইজনকে অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগামীনিউজ/মালেক