কলাপাড়ায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  যুবক গ্রেপ্তার

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি মার্চ ১২, ২০২১, ০৭:৫২ পিএম
ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: কলাপাড়ায় দশম শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (১১ মার্চ) রাত ১০টার দিকে টিয়াখালী ইউনিয়নের ফরাজী কান্দা
এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী নিজেই ঐ রাতে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। রাত ২ টার দিকে ধর্ষণ চেষ্টার সহযোগী আসামী আবুল হোসেকে গ্রেফতার করতে পারলেও প্রধান আসামী রবিউলকে ধরতে পারেনি সে এখনও পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রাতে ওই ছাত্রীর বাড়ির সামনে
দোকানে যাওয়ার সময় পথিমধ্যে প্রধান আসামী রবিউল চৌকিদার, সহযোগী আবুল ও জাহিদুলকে নিয়ে পরিধেয় পোশাক ছিড়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে য়ায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসাদুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।

আগামীনিউজ/মালেক