মাগুরায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

মোখলেছুর রহমান,মাগুরা প্রতিনিধি মার্চ ৮, ২০২১, ০৪:৩০ পিএম
ছবি: আগামী নিউজ

মাগুরা: ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। 

সোমবার (৮ মার্চ) দুপুরে স্থানীয় মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। 

সভায় জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার চেয়ারম্যান কামরুল লায়লা জলি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। 

‘মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব ও নারীর বলিষ্ট অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক আব্দুল আওয়াল ও জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা কর্মকর্তা আব্দুল মতিন মোল্যা প্রমুখ।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থার এডাব মাগুরা শাখা, রোভা ফাউন্ডেশন, লেডিস ক্লাব মাগুরা,মহিলা পরিষদ মাগুরা, ব্র্যাক পল্লী সমাজসহ বিভিন্ন নারী সংগঠন আর্ন্তজাতিক নারী দিবসে নারীর অধিকার নিয়ে আলোচনা সভা ও শহরে শোভাযাত্রা বের করে। 

আগামী নিউজ/মালেক