বগুড়ায় আ.লীগের দুই গ্রুপের সভা আহ্বান, ১৪৪ ধারা জারী

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মার্চ ৮, ২০২১, ০৪:১৮ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার সোনাতলায় একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ১৪৪ ধারা জারী করা হয়েছে।

স্থানীয়সুত্রে জানা গেছে, আগামী ১৩ মার্চ বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বর্ধিত সভা আহ্বান করা হয়। এতে প্রধান অতিথি করা হয় উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনকে। অপরদিকে একই স্থানে একই সময়ে বর্ধিত সভা আহ্বান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের সমর্থকেরা। যার ফলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।
এদিক রবিবার রাতে ওই স্থানে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারী করে ১৪৪ ধারার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম আগামী নিউজকে জানান, ১৪৪ ধারা জারীর পর সোমবার সকাল থেকে ওই স্কুল মাঠে আইনশৃংখলা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক