মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি মার্চ ৭, ২০২১, ০২:৫৯ পিএম
আগামী নিউজ

মৌলভীবাজারঃ জেলার শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

রোববার সকাল ৯ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তারবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্য লীগসহ আওয়ামী লীগের সহযােগী সংগঠনের নেতাকর্মীরা।

আগামীনিউজ/এএস