পুলিশ জনগনের বন্ধু: গোপালগঞ্জের এসপি

 সৈয়দ আকবর হোসেন, জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৭:০৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

গোপালগঞ্জঃ 'পুলিশের বিরুদ্ধে কোন অন্যায়ের অভিযোগ থাকলে আমাকে জানান, সাথে সাথেই ব্যবস্থা নিব। পুলিশ জনগনের বন্ধু, সেই পুলিশের কোন অফিসার কোন কর্মকর্তা যদি জনগনের বিরুদ্ধে কাজ করে, জনগনের সাথে অন্যায় করে থাকে তাহলে উর্দ্ধতন কর্মকর্তা সাথে সাথেই ব্যবস্থা নিবে। পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আপনারা আমাদেরকে তথ্য দিবেন এবং আপনাদের তথ্য গোপন রেখে ব্যবস্থা নেব।'

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জেলার মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ( পিপিএম-সেবা) আয়েশা সিদ্দিকা এসব কথা বলেন। 

এসময় তিনি  আরও বলেন, মুকসুদপুর থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। বিশেষ করে মুকসুদপুর থেকে মাদক ও জুয়া নির্মুলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।  

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা,  মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র মুন্সী আনোয়ার হোসেন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, সাংবাদিক ছিরু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ, মধুমতি ব্যাংক মুকসুদপুর ব্রাঞ্চের ম্যানেজার মশিউর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান।

আগামীনিউজ/নাসির