কুয়াকাটায় চিংড়ি ঘেড় মালিকদের প্রশিক্ষণ

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৭:১৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালীঃ  কুয়াকাটায় উন্নত পদ্ধতিতে গলদা চাষ ও হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আবাসিক হোটেল রেইনড্রপ এর হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালা শেষ হয়।

আমেরিকার কৃষি ডিপার্টমেন্টের (ইউএসডিএ) অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত‘সেফটি’ প্রকল্প আয়েজিত গলদা হ্যাচারিতে পিএল উৎপাদন কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য প্রশিক্ষণে বাংলাদেশের গলদা হ্যাচারিতে পিএল উৎপাদনে নানা ধরনের ঝুঁকিসমূহ উত্তেরনের সম্ভ্যাব্য উপায় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিএল উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণে আলোকপাত করা হয়।

এ প্রশিক্ষন কর্মশালায় মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক, হ্যাচারি টেকনিশিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তাগণ এবং বেসরকারী গলদা হ্যাচারি টেকনিশিয়ানসহ মোট ২৭ জন অংশগ্রহন করেন।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপপ্তরের  উপ-পরিচালক (এ্যাকুয়ালচার) আজিজুলহক, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাসহ সেফটি প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।

আগামীনিউজ/নাসির