ঝালকাঠিতে চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

আব্দুর রাজ্জাক সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২১, ০৪:৪৩ পিএম
আগামী নিউজ

ঝালকাঠিঃ গরিব ও অসহায় শীতার্তদের মাঝে ৫০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

রবিবার সকাল ১১টায় শহরের কাসারিপট্টি চেম্বার ভবনে শীতার্তদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপির নির্দেশে চেম্বার সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গত কয়েক দিনধরে ঝালকাঠিতে তীব্র শীত ও ঘণ কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে অসহায় হয়ে পড়ে। তাদের দুরবস্থার কথা ভেবে চেম্বার অব কমার্স শীতার্তদের মাঝে ৫০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে। 

কম্বল ও শীতবস্ত্র পেয়ে শীতার্তরা খুশি। তাঁরা আমির হোসেন আমু ও চেম্বারের নেতৃবৃন্দকে দোয়া করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনিরুল ইসলাম তালুকদার, হাফিজ আল মাহমুদ, কামাল শরীফ, জয়ন্ত সাহা, মতিউর রহমান, লিটু তালুকদার।

আগামীনিউজ/এএস