খোকসায় পূর্ব শত্রুতার জেরে স্ক্যাভেটর পুড়ালো দুর্বৃত্তরা

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২১, ০৬:২৩ পিএম
সংগৃহীত
কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলার হিজলা বড় খানপুর বালু মহল ঘাট থেকে বালু উত্তোলন করা ৪০ লক্ষ টাকার স্ক্যাভেটর পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
 
রোববারের (১৭ জানুযারী) রাতের কোন এক ভাগে পেট্রোল ঢেলে আগুনে স্ক্যাভেটরটি পোড়ানো হয়।
 
জানা যায়, চলতি বছর ১৫ ই জানুয়ারি জেলা পরিষদের বিজ্ঞপ্তির ভিত্তিতে এই বালুমহল অনুমোদন পায় মাসুদ রানা। এরপর থেকেই স্থানীয় আরেক পক্ষ নানাবিধ হুমকি ধামকি ও ক্ষতি করকে থাকে।
 
এবিষয়ে মাসুদের ছোট ভাই নজরুল ইসলাম আগামী নিউজকে জানান, অনুমোদনের পর বালু উত্তোলন করতে গেলে ১৬ ই জানুয়ারি শামসুল কাজেমসহ কয়েকজন হুমকি ধামকি দিতে থাকে।এরই এক পর্যায়ে ১৭ জানুয়ারি রাতের আধারে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের স্ক্যাভেটরটি পুড়িয়ে সম্পূর্ণ অকেজ করে দেয়।
 
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার আগামী নিউজকে জানান, এব্যাপারে খোকসা থানায় একটি মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
আগামীনিউজ/এএস