বগুড়ায় মাটি চাপা দেয়া যুবকের লাশ উদ্ধার

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২১, ০৩:০১ পিএম
আগামী নিউজ

বগুড়াঃ জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় মহাসড়ক সংলগ্ন খালে মাটি চাপা দেয়া অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ফোরলেন নির্মাণ প্রকল্পের শ্রমিকেরা সোমবার মাটি সরাতে গিয়ে ওই যুবকের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরনে ছিল শার্ট, প্যান্ট এবং পায়ে ছিল কেডস। লাশ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/এএস