ভাড়া নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

নিজস্ব প্রতিবেদক   জানুয়ারি ১৮, ২০২১, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জঃ লাখাইয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটমের) ভাড়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) উপজেলার শিবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

 ওসি সাইদুল ইসলাম জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর যাওয়ার সময় ইজিবাইকের চালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে ১০ টাকার ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে তাদের উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের সদস‌্যসহ কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।

ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দাঙ্গাবাজদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আগামীনিউজ/সোহেল