তারাব পৌরসভা নির্বাচনে বিজয়ী তারা

নজরুল ইসলাম, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২১, ১২:০৫ পিএম
ফাইল ফটো

নারায়নগঞ্জঃ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচন ২০২১ শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে।

শনিবার ( ১৬ জানুয়ারি) সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এবার ভোট হয় ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী ছিলো ৩৬ জন।

তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন।

সংরক্ষিত ১ নং (১,২,৩ ওয়ার্ড) ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লায়লা পারভীন।  সংরক্ষিত ২ নং ( ৪,৫,৬ ওয়ার্ড ) ওয়ার্ডে নতুন প্রার্থী মাহফুজা বেগম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ৩ নং ( ৭,৮,৯ ওয়ার্ড ) ওয়ার্ডে জোসনা বেগম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডে এড. জসিম উদ্দিন ভুঁইয়া বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর ৩ নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই ওয়ার্ডে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন রাসেল শিকদার। সাধারণ কাউন্সিলর ৫ নং ওয়ার্ডে হামিদুল্লাহ বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর ৭ নং ওয়ার্ডে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন। সাধারণ কাউন্সিলর ৮ নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই ওয়ার্ডে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আমির হোসেন ভুঁইয়া। সাধারণ কাউন্সিলর ৯ নং ওয়ার্ডে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আতিকুর রহমান।

মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন। তিনি প্রথমবার নির্বাচনে বিএনপি সমথিত প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিনকে ৩৩ হাজার ৮শ ৭৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে তারাব পৌরসভার প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।

আগামীনিউজ/এএস