শিবগঞ্জে বিনা প্রতিদন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত

নাহিদ আল মালেক, জেলা প্রতিনিধি জানুয়ারি ১১, ২০২১, ০৮:২৭ পিএম
ছবিঃ সংগৃহীত

বগুড়াঃ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে শিবগঞ্জ বিএনপি নেতা রবিউল ইসলাম পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে বেসরকারি ভাবে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মো. আনিসুর রহমান জানান, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ০৪ নং ওয়ার্ড থেকে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আব্দুল কাদের এর মনোনয়ন পত্র জটিলতার কারণে তার মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়। 

গত রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও আপিল এর শেষ দিন হলেও আব্দুল কাদের আপিল না করায় বিএনপি নেতা রবিউল ইসলাম বেসরকারি ভাবে পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

মো. রবিউল ইসলাম শিবগঞ্জ  পৌরসভার ৪নং ওয়ার্ডের বনতেঘরী গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। তার হলফনামায় দেয়া তথ্য মতে, তিনি বিএ পাশ। পেশায় একজন ঠিকাদার ও সরবরাহকারী। 

আগামীনিউজ/নাসির