বগুড়ায় মুজিব কোট পেলেন ৬৫ মুক্তিযোদ্ধা

ডিসেম্বর ১৩, ২০১৯, ০৭:৩৬ পিএম

বগুড়া : মুজিব বর্ষ উপলক্ষ্যে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ৬৫ মুক্তিযোদ্ধাকে ‘মুজিব কোট’ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের হাতে মুজিব কোট তুলে দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ বিভিন্ন  কর্মসূচি হাতে নিয়েছে।

এর মধ্যে সকল মুক্তিযোদ্ধাকে মুজিব কোট প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং স্কিল নিশ্চিত করন, আর্সেনিক মুক্ত পানি সরবরাহসহ শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাহমুদা পারভীনের সভাপতিত্বে মুজিব কোট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম  সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, গৌরগোপাল গোস্বামী, মুক্তি যোদ্ধা হযরত আলী   প্রমুখ। 

আগামী নিউজ/তাহো